আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষ

পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষ- গুরুতর আহত -২


পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি এবং নাজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন।

অদ্য ২২ শে ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার পাবলিক মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা ও স্থাণীয় সুত্রে জানাযায়,বাউফল পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল সমর্থিত ছাত্রলীগের একটি মিছিল শেষে পাবলিক মাঠ অতিক্রম করে। এ সময় স্থাণীয় সাংসদ আসম ফিরোজ সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে কথাকাটাটির এক পর্যায় তুমুল সংর্ঘষ বাঁধে।

এ সময় পৌর আওয়ামীলীগ সভাপতিসহ দুই জন আহত হন।

 বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের  জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মাঠে কাজ করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। তিনি আরো জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে দলীয় অনেক নেতা-কর্মীরা জানান, এখানে ফিরোজ এমপি গ্রুপ বনাম মেয়র জুয়েল গ্রুপ দীর্ঘ দিন ধরে বিরোধ তুঙ্গে। এরই ধারাবাহিকতায় এর আগে কয়েকটি রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে। আহত হয়েছেন অনেক। এর মধ্যে বর্তমানে অনেকে পঙ্গুত বরন করছেন।


শেয়ার করুন

২ thoughts on “পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগের দুই গ্রুপের সংর্ঘষ- গুরুতর আহত -২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান