অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার হলো শিবু লাল বাবু
পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাসকে আজ রাত ৯,৩০ মিনিটে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
ঘটনাস্থান,সবুজবাগ এসপি কমপ্লেক্স_মার্কেটের নিচের গোডাউন থেকে তাকে বস্তাবন্দি অবস্থায় ড্রাইভার সহ উদ্ধার করে পুলিশ।
আজ১৩ এপ্রিল রোজ মঙ্গলবার রাত ১০টায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘটনাসুত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়েছেন, এরপর রাত তিনটার দিকে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রী’র ফোনে কল করে ২০ কোটি টাকা মুক্তিপন দাবী করা হয়েছে,শিবু লাল দাসের পুত্রবধূ শান্তা রানী দাস জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় শহরের পুরান বাজারের নিজ বাসা থেকে তার শ্বশুর ব্যবসার কাজে ব্যক্তিগত গাড়িতে করে গলাচিপার উদ্দেশে রওনা হন। দিনভর কাজ শেষে রাত ৯টায় গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থেকে পুনরায় পটুয়াখালী শহরের নিজ বাসার উদ্দেশে রওনা হন তার ব্যবহৃত গাড়ি নিয়ে। এ সময় তার সাথে গাড়ির চালক মিরাজও ছিল। এক পর্যায়ে রাত সাড়ে ৯টায় শ্বশুরের ফোন ও পরে গাড়ির চালক মিরাজের ফোনও বন্ধ পাওয়া যায়।
এদিকে, মঙ্গলবার (১২’এপ্রিল) সকালে আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি তেলের পাম্পে শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির একাধিক সিট ভাংচুর অবস্থায় দেখতে পাওয়া যায়। গাড়ি থেকে একটি খেলনা পিস্তল এবং মিরাজের ব্যবহৃত পায়ের জুতা পাওয়া যায়।