পটুয়াখালী জেলায় ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ ১১ নবেম্বর।
স্টাফ রিপোর্টারঃ এইচ এম মোশারেফ হোসেন সুজন,আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে পটুয়াখালী জেলার চারটি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে।
পটুয়াখালী সদর উপজেলার ০৭টি ইউপি যথা- লোহালিয়া, আউলিয়াপুর, মরিচবুনিয়া, মাদারবুনিয়া, ছোট বিঘাই, বদরপুর ও বড় বিঘাই।
বাউফল উপজেলার ০২টি। যথা- নওমালা ও সূর্যমনি।
দশমিনা উপজেলার ০২টি। যথা-
বেতাগী সানকিপুর ও দশমিনা
গলাচিপা উপজেলার ০৮টি। যথা-
কলাগাছিয়া, বকুলবাড়িয়া, গজালিয়া, ডাকুয়া, গলাচিপা, পানপট্টি, চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।