পটুয়াখালী বাউফলে ঝড়ে,অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড

 

মোঃ নুরুজ্জামান মৃধা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের বিভিন্ন ইউনিয়নে ২০/২৫ মিনিটের ঝড়ে দোকান পাট সহ ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। রোববার পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে
বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০/২৫ মিনিটের ঝড়ে অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ভেঙে পড়েছে শতাধিক গাছ। রোববার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর সহ বিভিন্ন গ্রামে এই ঘটনা ঘটে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল থেকেই উপজেলায় পিড়ি পিড়ি বৃষ্টি হচ্ছিল। বেলা দুইটা থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।বজ্রপাতের কারনে বাউফলে একটি মহিষ মারা যায় এবং বেলা আড়াইটার দিকে ২০/২৫ মিনিট স্থানীয় ঝড়ে কেশবপুর সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামের অর্ধশত ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।

মমিনপুর গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, সারা দিন পিড়ি পিড়ি বৃষ্টি থাকার কারণে তিনি ঘরেই ছিলেন। হঠাৎ অল্প সময়ের ঝড়ে তাঁর মাথা গোঁজার ঘরটাও শেষ হয়ে গেছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন।

এনজিও থেকে ঋণ নিয়ে দুই মাস আগে ঘর নির্মাণ করেছিলেন হতদরিদ্র ফরিদ। তিনি জানান, মুহূর্তে মধ্যে তাঁর স্বপ্নের ঘরটির ওপর গাছ পড়ে দুমড়েমুচড়ে ভেঙে পড়ল।
স্থানীয় উদ্ধারকর্মী গোলাম আবু সাইদ বলেন, ঝড়ে প্রায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক শ গাছ ভেঙে পড়েছে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন, ঝড়ে মমিনপুর গ্রামের বিদ্যুৎ সরবরাহ লাইনের আটটি খুঁটি উপড়ে পড়েছে। বিদ্যুতের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য কাজ করে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান