মোঃনুরুজ্জামান,পটুয়াখালী জেলা প্রতিনিধি।পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের শ্রীরামপুর বাজার সংলগ্নে ধানক্ষেতে একটি লাশের কংকাল পাওয়া গেছে।
রবিবার (০২-জানুয়ারি-২০২২ ইং) তারিখ দুপুরে এলাকাবাসী ধানক্ষেতে একটি লাশের কংকালটি দেখতে পেয়ে পুলিশকে জানায়, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সিআইডি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের কংকাল উদ্ধার করে। এলাকাবাসীর ধারনামতে গত আনুমানিক ৩ মাস আগে ঐ এলাকার মালেক মাঝি (৬৫) নামের এক ব্যাক্তি নিখোঁজ হয়। এবিষয়ে নিখোঁজের পরিবার সদর থানায় জিডি করেন। সম্ভবত নিখোঁজ মালেকর লাশ বলে ধারনা করছে এলাকাবাসী। নিখোঁজ মালেক মাঝি লাউকাঠী ইউনিয়নের পারকার্তিক পাশা এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে ছিলেন। সে গত ৩ মাস যাবত নিখোঁজ রয়েছেন। লাশের কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির একটি টিম পাঠানো হয় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত লাশের মৃত্যুর কারন কিংবা সঠিক পরিচয় বলা যাচ্ছে না বলে জানান তিনি।