ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
জরুরী নোটিশঃ

বাংলার শিরোনাম নিউজ পোর্টালের আপডেটের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি

পবিপ্রবি’র ১১৭ জন গবেষক এখন বিশ্বসেরাদের তালিকায়

মোঃ রাকিবুল হাসান
  • আপডেট সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • / ৮২৭ বার পড়া হয়েছে

১১৭ জন গবেষক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মোট ১১৭ জন গবেষক বিশ্বসেরাদের তালিকায় স্থান পেয়েছেন।

সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তালিকায় পবিপ্রবি’র গবেষকদের মধ্যে বাংলাদেশে ১৮তম ও বিশ্ববিদ্যালয়ে ১ম স্থানে রয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম। এছাড়া শিক্ষক এম শামসুজ্জামান পবিপ্রবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ১২৬ তম অবস্থানে রয়েছেন।

পবিপ্রবিতে ৩য় ও বাংলাদেশে ১৭৭তম স্থানে রয়েছেন গবেষক মুহাম্মদ এবি সিদ্দিক। এদিকে প্রকাশিত র‌্যাংকিংয়ে গবেষণার মানদন্ডে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৪ তম স্থানে রয়েছে।

এ বিষয়ে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুগান্তরকে বলেন, গবেষণার ফলাফলকে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে। আরও বাড়াতে নানা কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ সময় উপাচার্য তালিকায় স্থান পাওয়া সকল গবেষকদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পবিপ্রবি’র ১১৭ জন গবেষক এখন বিশ্বসেরাদের তালিকায়

আপডেট সময় : ১১:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মোট ১১৭ জন গবেষক বিশ্বসেরাদের তালিকায় স্থান পেয়েছেন।

সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তালিকায় পবিপ্রবি’র গবেষকদের মধ্যে বাংলাদেশে ১৮তম ও বিশ্ববিদ্যালয়ে ১ম স্থানে রয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম। এছাড়া শিক্ষক এম শামসুজ্জামান পবিপ্রবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ১২৬ তম অবস্থানে রয়েছেন।

পবিপ্রবিতে ৩য় ও বাংলাদেশে ১৭৭তম স্থানে রয়েছেন গবেষক মুহাম্মদ এবি সিদ্দিক। এদিকে প্রকাশিত র‌্যাংকিংয়ে গবেষণার মানদন্ডে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৪ তম স্থানে রয়েছে।

এ বিষয়ে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত যুগান্তরকে বলেন, গবেষণার ফলাফলকে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে। আরও বাড়াতে নানা কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ সময় উপাচার্য তালিকায় স্থান পাওয়া সকল গবেষকদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান। উল্লেখ্য, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন।