বন্দর উপজেলা প্রতিনিধিঃ পশ্চিম হাজীপুরে ইউ এন ডি পির আয়তায় প্রান্তিক জন গোষ্ঠী মান উন্নয়ন প্রকল্পে প্রায় ২০০শত ফুট ড্রেন এর কাজ ২২নভেম্বর রবিবার সকাল ১১টার মাসুম এর বাড়ি হতে আরিফ এর বাড়ি পযন্ত এর উদ্বোধন করা হয়!
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডে কাউন্সিলর গোলাম নবী মুরাদ,পশ্চিম হাজীপুর রেল লাইন জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ,নুরূল হক,প্রান্তিক জন গোষ্ঠীর প্রকল্পের ১৯ ,২০,২১, নং ওয়ার্ডের সভাপতি মায়ানুর আক্তার মায়া! ঐপ্রকল্পের ২০এর সভাপতি সাকিলা জাহান,কোষাদ্যাক নাজমা আক্তার,সদস্য সচীব জয়নব বিবি,ঠিকাদার – ইকরাম হোসেন !
স্বপন মিয়া এবাদুল্লা ,মাসুম মিয়া ফকূরূল ইসলাম, সাইফুল জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন ,দ্বীন ইসলাম , পাইন মিয়া, আজিম মিয়া, আব্দুল্লাহ ,আবু বক্কার,সহ অত্র এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে,মোনাজাত পরিচালনা করেন পশ্চিম হাজীপুর রেল লাইন জামে মসজিদ পেশ ইমাম ও খতিব মাওলানা নাজমুল ইসলাম নাহিদ!