সোনারগাঁওয়ে মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির জালে আটক
- আপডেট সময় : ০৫:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
সোনারগাঁওয়ে মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির জালে আটক
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়ন এর বুরুমদী একটি ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম হিসেবে এক সময় পরিচিত ছিল। এই বুরুমদী গ্রাম থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কত লোক বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন তা বলে শেষ করা যাবে না। এই গ্রামের মানুষ সরকারের উচ্চ পর্যায়েরও কর্মকর্তা ছিল এবং এখনো আছে।
এখান থেকে সচিব , ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার, অধ্যাপক, জনপ্রতিনিধি সহ প্রায় সব ধরনের ভালো মানুষ তৈরী হয়েছেন। এখনো এই বুরুমদী গ্রামের সুনাম শোনা যায় বিভিন্ন এলাকার মানুষের মুখ থেকে। কিন্তু বেশ কিছু দিন যাবত এই গ্রামের কিছু অসাধু যুবকের কারণে আগের সেই ঐতিহ্য আর সুনাম নস্ট হয়ে গেছে।
এখন এই বুরুমদী গ্রামে হাত বাড়ালেই পাওয়া যায় ভয়ংকর মাদক হিরোইন, ইয়াবা, গাঁজা সহ নানান ধরনের মাদক। যে গ্রাম থেকে সারা বাংলা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আদর্শ মানুষ গুলো, যারা দেশের প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, আর এমন একটা গ্রামে আজ চলে মানুষ ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী এবং দেশ ধ্বংসকারী মাদকের ব্যবসা আর মাদক সেবন। এখানে ভদ্রলোকেরা লজ্জা আর অপমানে মুখ ঢেকে রাখে। সাহস করে বলতে পারে না কিছু। মাদক কারবারি আর সেবনকারীরা এতোটাই ভয়ংকর যে, তারা রীতিমত খোলা মেলাই সব করে যাচ্ছে। এরই একজন ভয়ংকর মাদক কারবারি ” পিচ্চি মাসুম ” এবং তার সহযোগী হাবিবুর রহমান পিয়ার সহ আরো কিছু বিপথগামী যুবক।
সোনারগাঁওয়ে মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির জালে আটক
এই পিচ্চি মাসুম এতোটাই ভয়ংকর যে, তার বিরুদ্ধে এ বুরুমদী গ্রামের কেউ কিছু বলতে সাহস পায় না। দীর্ঘদিন যাবত এই পিচ্চি মাসুম মাদকের কারবার করে আসছে তার সহযোগী পিয়ার গংদের নিয়ে। পিচ্চি মাসুম বার বার আইনশৃংখলা বাহিনীর হাতে বিভিন্ন মাদক সহ ধরা পরে জেল হাজতে থাকলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বার বার বেড়িয়ে এসে আবার তার সেই ব্যবসা করে আসছে। তার এই মাদক ব্যবসা থেকে কেউ তাকে বিরত রাখতে পারছেন না। মাদক সম্রাট পিচ্চি মাসুমের অবৈধ ব্যবসার কারণে বুরুমদী গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের স্কুল কলেজ পড়ুয়া এবং যুব সমাজ আজ ধ্বংসের মুখে। এলাকার সচেতন লোকজন এই মাদক কারবারি মাদক সম্রাট পিচ্চি মাসুমের হাত থেকে বাঁচতে চায়।
সোনারগাঁওয়ে মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির জালে আটক
মাসুম এতোটাই ব্যাপরোয়া যে, তার নিয়ন্ত্রণে এলাকার উঠতি বয়সের ছেলেরা মাদক বিক্রি এবং সেবন করে তাদের জীবন ধ্বংস করে ফেলছে।
অবশেষে গত সোমবার (১১ জুন) মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির হাতে ৫৪০ পিস ইয়াবা এবং ৩০০ পুরিয়া হিরোইন সহ জামপুর ইউনিয়নের বুরুমদী স্টেন্ডের কাছে শাজাহান মিয়ার ফাঁকা জায়গা থেকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত মাসুম ভূইয়া সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ডিবি পুলিশের এস আই আশিক ইমরান সঙ্গীয় আরো ডিবি পুলিশের ফোর্স নিয়ে শীর্ষ মাদক কারবারি পিচ্চি মাসুম ভূইয়াকে গ্রেফতার করে। তার সহযোগী হাবিবুর রহমান পিয়ার ডিবি পুলিশের টের পেয়ে কৌশলে সটকে পরে। মাদক সম্রাট পিচ্চি মাসুম দীর্ঘদিন যাবত তার সহযোগী পিয়ার এবং আরো কয়েকজন মিলে জীবন ধ্বংসকারী মাদক বিক্রি করে আসছে।
পরে ডিবি পুলিশের এস আই আশিক ইমরান বাদী হয়ে পিচ্চি মাসুমের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, যার মামলা নং – ১৪, তারিখ ১১- ৬ – ২০২৪ ইং।
গ্রেফতারকৃত মাসুম ভূইয়া এখন নারায়ণগঞ্জ জেলা কারাগারে রয়েছে। জানা যায় এর আগে মাদক কারবারি পিচ্চি মাসুম ভূইয়া ২০২১ খৃষ্টাব্দ ৮০ পিস ইয়াবা সহ সোনারগাঁও থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। কিন্তু , টাকার জোরে আর আইনের ফাঁকফোকর দিয়ে জেল হাজত থেকে ছাড়া পেয়ে যায়। বুরুমদী এলাকার শান্তি প্রিয় জনগণ জানায় মাসুম ভূইয়া একজন শীর্ষ মাদক কারবারি। তার কাছ থেকে আমরা আমাদের সন্তানদের বাঁচাতে চাই। তার কৃত অপরাধের সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
এ ব্যপারে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামরুজ্জামান বলেন, সোনারগাঁও থানায় কোন মাদক কারবারি এবং মাদক সেবনকারীকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না সে যত বড় ক্ষমতধর ব্যক্তিই হউক না কেন। এই মাদক সম্রাট পিচ্চি মাসুম ভূইয়া এর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো মামলা আছে বলে জানা গেছে ।
One thought on “সোনারগাঁওয়ে মাদক সম্রাট পিচ্চি মাসুম ডিবির জালে আটক”