পুত্র সন্তানের বাবা হলেন আবদুর রহিম হাওলাদার

আবারও পুত্র সন্তানের বাবা হলেন আবদুর রহিম হাওলাদার

আজ ১৩ই সেপ্টেম্বর বিকেলে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আবদুর রহিম হাওলাদারের স্ত্রী তাসলিমা। এবার রহিম-তাসলিমা দম্পতির কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।

আবদুর রহিম হাওলাদার জানিয়েছেন, পটুয়াখালী স্কয়ার হাসপাতালে মা ও ছেলে দুইজনই এখন সুস্থ আছেন। নিজের পরিবারের মঙ্গল কামনা করে সবার আছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌,সোমবার বিকাল ৩.১৫ মিনিটে ছেলে হয়েছে। মা ও ছেলে দুইজনই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’
এর আগে ২০১৭ সালে প্রথম কন্যা সন্তানের বাবা হন আবদুর রহিম হাওলাদার । ২০১৫ সালের রহিম আর তাসলিমা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

উল্লেখ্যঃ আবদুর রহিম হাওলাদার নিজেই সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে খুশির খবর জানিয়েছেন সবাইকে। দোয়া চেয়েছেন পুত্র সন্তানের জন্য, ‘কেমন আছেন সবাই! আলহামদুলিল্লাহ, আমি আজ বাবা হয়েছি! আমরা আজ বাবা-মা হলাম!! সদ্য জন্ম নেয়া আমাদের ‘পুত্র’-এর জন্য আপনারা সবাই দোয়া ও ভালোবাসা দেবেন

বাবা আবদুর রহিম হাওলাদার নিজের সন্তানের মুখ দেখার আনন্দ লুকিয়ে রাখতে পারেননি, ‘জীবনটা আগে কখনো এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে দ্বিতীয়বারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কী অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছ! আমার ছোট্ট বাবাটা! আমার সুন্দর বাবু! আমার অপরূপ রাজপুত্র! মাশাআল্লাহ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান