প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে কুলকাঠি ইউনিয়ানে দোয়া মিলাদ অনুষ্ঠিত

 

মোঃনুরুজ্জামান মৃধা,স্টাফ রিপোর্টার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জম্ম দিন উপলক্ষে কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর-২০২২ খ্রীঃ দিনভর নানা কর্মসূচি পালন করেন। মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগীতা এবং বিকালে কুলকাঠি ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম মল্লিক, সাংগঠনিক সম্পাদক সমির কুমার কর্মকার, কুলকাঠি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ স্বপন, সাবেক প্যানেল চেয়ারম্যান ডাঃ আনোয়ার হোসেন মাঝি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ মাঝি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ হেমায়েত হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ মাহাবুব হাসান বাচ্চু, ইউনিয়ন যুব লীগ সভাপতি মোঃ মাছুম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম সজিব, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি মোঃ শামিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার, ছাত্র লীগ নেতা মোঃ জাহিদ মোল্লা, শান্ত, সজিব হোসেন প্রমুখ।
সভা বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রুপকার। তাই জাতির স্বার্থে সকল শ্রেনীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার পার্শ্বে থাকা প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় নেতা সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়কে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনঃরায় নির্বাচিত করতে হবে। আজ গ্রামাঞ্চলের মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ, চলাচলের জন্য রাস্তা-ঘাট, স্কুলগামী শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পাঠ্যবই এবং উপ বৃত্তি, হতদরিদ্র পরিবারের জন্য স্বল্প মূলে চাউল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, হরিজন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হচ্ছে। তাই এ সকল কার্যক্রম চলমান রাখতে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করা প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান