দুমকীতে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
- আপডেটঃ ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / 185
দুমকীতে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা।
পটুয়াখালীর দুমকীতে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রাথমিক শিক্ষকদের সাথে ব্যাংকিং সেবা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জানুয়ারী) বিকেল ৩টায় কৃষি ব্যাংক দুমকী শাখার মিলনায়তন কক্ষে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোঃ সুলতান মাহমুদ নাদিম ব্যবস্হাপক দুমকী কৃষি ব্যাংক শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগীয় মহাব্যবস্হাপক গোলাম মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংক পটুয়াখালীর মুখ্য আঞ্চলিক ব্যবস্হাপক আশফাকুর রহমান, দুমকী উপজেলা শিক্ষা অফিসার জিনাত জাহান ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন।
এসময় দুমকী উপজেলার ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তাগন বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভিন্ন ধরনের আর্থিক সেবা সমূহ সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে বিস্তারিত ধারণা দেন।