নারায়ণগঞ্জে পঞ্চাশোর্ধদের কর্মসংস্থানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ”ফিউশন টাচ”
- আপডেট সময় : ০৭:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে খাবার এর জগতে নতুন এক চমক নিয়ে এলো সালামাতুল্লা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ফিউশন টাচ। এইখানে সরাসরি থাকবেনা কোন কিচেন (রান্না ঘর) বা শেফ। পঞ্চাশোর্ধ ব্যক্তিদের কর্মসংস্থান হবে এই প্রতিষ্ঠানে । নারায়ণগঞ্জের সকল নারী-পুরুষ উভয় উদ্যােক্তাদের সাথে নিয়ে শুরু করা হয়েছে এই প্রতিষ্ঠান।
বৃহস্পতি বার (৩০মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের পাশে সালামাতুল্লাহ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান ফিউশন টাচের শুভ উদ্বোধন করেন সালামাতুল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মিয়া (খোকন)।
এই প্রতিষ্ঠানের মাধ্যেমে নারায়ণগঞ্জের অধিকাংশ নারী-পুরুষ উদ্যােক্তারা পাবেন তাদের ব্যবসার এক নতুন মাধ্যম এবং এই প্রতিষ্ঠানে পঞ্চাশ বছর বয়সের বেশি ব্যক্তি কাজ করার সুযোগ পাবেন নির্দ্বিধায়।
নারায়ণগঞ্জে পঞ্চাশোর্ধদের কর্মসংস্থানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ”ফিউশন টাচ”
সব চেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠানে থাকবে না কোন কিচেন(রান্না ঘর) এবং কোন শেফ। এইখানে আসা কাস্টমার’রা মেনু দেখে খাবার অর্ডার করলে রাইডারের মধ্যেমে খাবার চলে আসবে এখানে । পরে সার্ভ করা হবে সেই খাবার। এর মাধ্যেমে অনলাইনে ব্যবসা করা উ্দ্যােক্তারা হবেন স্বাবলম্বী।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সালামাতুল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মিয়া ( খোকন ) বলেন, আমি নারায়ণগঞ্জে একটু ভিন্নতা তৈরি করতে চাই। নতুন উদ্যােক্তা যারা রয়েছে তাদের নিয়ে কাজ করতে চাই , এতে করে দেশের বেকারত্ব দূরীকরণ অন্যদিকে পঞ্চাশোর্ধদের হবে কর্মসংস্থান। হাসান মিয়া আরো বলেন আশা করছি দেশীয় খাবারের নতুন নতুন ভিন্নতা তৈরি করে অচিরেই আমরা নারায়ণগঞ্জবাসির ভালোবাসার জায়গা তৈরি করবো ইনশাআল্লাহ ।