আমরা ফেসবুকে লগইন করলে আমাদের বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা তা দেখতে পান। ফেসবুকের ‘অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ সুবিধার মাধ্যমে আমরা কতক্ষণ আগে সক্রিয় ছিলাম, তাও দেখা যায়। এতে আমাদের বন্ধু তালিকায় থাকা ব্যবহারকারীরা বুঝতে পারেন, কখন আমার সঙ্গে যোগাযোগ করা যাবে।এখন আমরা চাচ্ছি, আমরা ফেসবুকে ঢুঁ মারলেও বন্ধু তালিকার মানুষদের তা জানতে দিবো না। সেই ক্ষেত্রে অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করে রাখতে পারি। তখন অনলাইনে থাকলেও আমাদের ‘অফলাইন’ দেখাবে।
এই কাজটি আমরা দুইভাবে করতে পারি। যেমন:-
১. ওয়েবসাইট থেকে এবং
২. ফেসবুক ‘মেসেঞ্জার’ থেকে।
ওয়েবসাইট থেকে যেভাবে করবো
-
প্রথমে ফেসবুকে লগইন করবো।
-
উপরের ডান দিকের ‘মেসেঞ্জার’ আইকনে ক্লিক করবো।
-
মেসেঞ্জার লেখার পাশে তিন বিন্দুওয়ালা অপশন আইকনে ক্লিক করবো।
-
এবার ‘টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস’-এ ক্লিক করলেই কাজ শেষ।
ফেসবুকে অফলাইন দেখাবেন যেভাবে 1
ফেসবুক ‘মেসেঞ্জার’ থেকে যেভাবে করবো
-
প্রথমে স্মার্টফোনে মেসেঞ্জার অ্যাপে যাবো।
-
উপরের বাঁ দিকে ‘চ্যাটস’ লেখার পাশে আমাদের প্রোফাইল ছবিতে ট্যাপ করবো।
-
এবার ‘অ্যাক্টিভ স্ট্যাটাস’ নির্বাচন করি।
-
এবার উপরের টগল বোতামটি নিষ্ক্রিয় করে দিলেই কাজ শেষ।
ফেসবুকে অফলাইন দেখাবেন যেভাবে 2
আবার যদি অ্যাক্টিভ স্ট্যাটাস চালু করতে চাই তাহলে উপরের ধাপগুলোর পুনরাবৃত্তি করলেই হবে।
-
বাউফল লকডাউনের ২য় দিনে ৩৭ জনকে ১৮,৫০০টাকা জরিমানা
-
বিদ্যুৎস্পৃষ্টে এক অটোবাইক চালকের মৃত্যু
-
বাউফলে লকডাউনের প্রথম দিনে ২২ জনকে জরিমানা
-
কোম্পানিগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন
-
প্রতারক প্রদীপ জামিনে: রেহানা ও তার সহযোগীরা এখনো হুমকি ধামকি দিচ্ছে বিভিন্ন জনকে
-
লকডাউনের কারণে কোম্পানিগঞ্জে স্থগিত করা হলো নাগরিক কমিটির মানববন্ধন