বক্তবালী শওকত চেয়ারম্যানের জামাই বেলায়েত ও ভাগিনা শাহিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগ

ইউসুফ আলী নারায়ণগঞ্জ প্রতিনিধিঃআত্মীয়-স্বজনরা জ্বালিয়ে মারছে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলীকে।

চেয়ারম্যান শওকত আলীর সহযোগিতায় কমিউনিটি ক্লিনিকে চাকরি পেয়েছিল ভাতিজি জামাই বেলায়েত হোসেন শাহীন। এমনিভাবে এলাকায় চেয়ারম্যান শওকত আলীর সাথে ছায়ার মত লেগে থাকে ছিঁচকে চোর সন্ত্রাসী ভাগিনা ইভান।
বক্তাবলি ইউনিয়নের নেতা কর্মীরা এবং সাধারন মানুষ অভিযোগ করেন, কোন প্রয়োজনে বা কাজ নিয়ে গেলে নেতাকর্মীদের ও জনসাধারণের পাত্তাই দেয় না।
তাদের দুর দুর করে তাড়িয়ে দেয়।আর বলে চেয়ারম্যান সাহেব অসুস্থ এখন কথা বলতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়।
ইভান এইভাবে শওকত আলী চেয়ারম্যানের ভাবমূর্তি এলাকাবাসীর কাছে নষ্ট করছে।
শারীরিকভাবে অসুস্থ চেয়ারম্যান শওকত আলীর অফিসিয়াল কাজ ইভান করতে পারে এমনই ভাব নেয়।বক্তাবলি ইউনিয়নের বেশ কয়েকজন ব্যক্তি যারা শওকত আলী চেয়ারম্যানের সাথে সব সময় থাকেন তারা বলেন ইভান একটা চরম বেয়াদব। স্থানীয় মুরব্বিদের সাথে সে কটু ব্যবহার করে। ঝগড়াঝাঁটি বাধিয়ে দেয়। তাদের অভিমত এখনই যদি শওকত আলী চেয়ারম্যান অফিস থেকে বিতাড়িত না করেন তাহলে এর জন্য তাকে অনেক বড় খেসারত দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান