বন্দরে ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ
- আপডেটঃ ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / 174
বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নূরজ্জামান ওরফে পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পারভেজ বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সিরাজ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) রাত ১১ টায় ১০ মিনিটে বন্দর থানার আমিরাবাদ মোড়স্থ জৈনক হালিম মিয়ার দ্বিতীয় তলা বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তার উপর হইতে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ৫(১২)২৩।
থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী নূরজ্জামান ওরফে পারভেজ দীর্ঘ দিন ধরে বন্দরে আমিরাবাদ, বক্তারকান্দী, দেউলীসহ বিভিন্নধরনের এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
থানার উপ- পরিদর্শক ফয়েজ হোসেনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।