বন্দরে লাঠি বাবার খপ্পরে বহু পরিবার নিঃস্ব

- আপডেটঃ ০৮:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 243

বন্দরে লাঠি বাবার খপ্পরে বহু পরিবার নিঃস্ব
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া দিঘলদী গ্রামের ডিস স্বপনের আশ্রিত বাড়িতে থেকে কুফরি চালান দিয়ে বহু পরিবারকে নিস্ব করেছে শফিউল আলম সিদ্দিক ওরফে লাঠিবাবা।
নারায়ণগঞ্জের চর সৈয়দপুরের এক ভুক্তভোগী জানান পারিবারিক অশান্তির কারনে লোক মারফতে সংবাদ পেয়ে তার কাছে আসা তিনি আমার পরিবারকে আমার সাথে মিলিয়ে দেওয়ার কথা বলে কয়েকটি ধাপে একলক্ষ টাকা হাতিয়ে নেয় শুধু তাই নয়। আমার স্ত্রীকে অনৈতিক কাজের জন্য প্রস্তাব দেয় এই ভন্ড লাঠিবাবা।
বন্দরে লাঠি বাবার খপ্পরে বহু পরিবার নিঃস্ব
বন্দর পুরান বাজার চৌধুরী বাড়ির আঁকবার হোসাইন জানান আমি দীর্ঘ দিন যাবত তার দরবারে যাই এবং তার মুরিদ ও আমি তবে একটা সময় বুজলাম যিনি সর্বাক্ষনিক বিড়ি খায়, আর পাঞ্জাখানা নামাজ পড়ে না। আর পরনারীদের সাথে উঠাবসা করে। তিনি আর যাই হউক কোন হক্কানী পীর বা বাবা হতে পারেনা। এখন আমার মনে হয় তিনি কুফর চালান দিয়ে আমাকে এতোদিন তার পিছনে ঘুরাইছে। আল্লাহ আমাকে অল্পতেই বাঁচিয়েছে। আমি চাই এই ভন্ড লাঠিবাবার আস্তানা ভেঙ্গে দিয়ে তাকে বিতাড়িত করা হউক। তাহলে আমি সহ এলাকাবাসীর মানুষ সবাই শান্তি পাবে।
আরও পড়ুন- গলাচিপায় মেহেদী হত্যার বিচার চায় এলাকাবাসী
নাম বলতে অনিচ্ছুক সাবদী বাজারের এক ব্যবসায়ী জানান বেশ কয়েক বছর যাবত ডিস ব্যবসায়ী স্বপনের শেল্টারে এই এলাকায় আস্তানা গড়ে তোলেছে লাঠিবাবা। মাজার পূজারিদের মদদদাতা স্বৈরাচারী সরকারের ছত্র-ছায়ায় থাকার কারনে এলাকাবাসী কোন পদক্ষেপ নিতে পারেনি। তবে পুরো এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আছে এই ভন্ড লাঠিবাবার উপর। তিনি আরো জানান সাপ্তাহের প্রতি রবিবার ভোজনের নামে শত শত নারী পুরুষ জমায়েত করে নিজেদের মতো করে উৎসব করেন।
বন্দরে লাঠি বাবার খপ্পরে বহু পরিবার নিঃস্ব
এবিষয়ে জানতে চাইলে বন্দর থানা ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তরিকুল ইসলাম জানান বিষয়টি আমার অবগত নেই, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।