বন্দর ধামগড় চেয়ারম্যান প্রার্থী মাসুম আহম্মেদ নিজেই কিল ঘুশি দিয়ে মেরে ফেলার হুমকি দেয় 

স্টাফ রিপোর্টারঃ খানকির পোলা বলেই কিল ঘুশি দিয়েই মাটিতে ফেলে দেয় টেলিফোন মার্কা কর্মী গুলবক্স রাসেলকে মেরে ফেলার হুমকি দেয় নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী মাসুম আহম্মেদ। 
৩ নভেম্বর ধামগড় শ্রীরামপুর এলাকায়  টেলিফোন প্রতীক গন সংযোগ করতে গেলে অর্তকিত ভাবে কিল ঘুশি দিয়ে মেরে ফেলার হুমকি  দেয়। এলাকাবাসীর বক্তব্য আরো জানা যায় চেয়ারম্যান প্রার্থী  মাসুম আহম্মেদ নৌকা প্রতীক পেয়েই বেপরোয়া হয়ে যায় এক প্রকার ত্রাস সৃষ্টি করে পুরো ধামগড় ইউনিয়নে সাধারণ মানুষ সারাক্ষণ ভয়ে আতংকে থাকে কখন কি করে ফেলে।
ধামগড় ইউনিয়নের ৩ বার নির্বাচিত  সাবেক চেয়ারম্যান প্রয়াত আয়নাল হক তার ছোট ছেলেকে এলাকাবাসীর উন্নয়নের জন্য  চায় জনগন বাবার আদর্শের সৈনিক হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে টেলিফোন প্রতীক নিয়ে জনপ্রিয়তার তুঙ্গে আছেন কামাল হোসেন। জনপ্রিয়তাই কাল হয়ে দাড়িয়েছে, টেলিফোনের কর্মী সহ প্রার্থীকে সারাক্ষণ ভয়ে আতংকে থাকতে হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে যান সার্কেল এসপি মো বিল্লাল হোসেন মুঠোফোনে  বলেন রাসেল নামে একজনকে মারধর করেন থানায় অভিযোগ দায়ের করতে বলেছি ঘটনাটি আমরা খতিয়ে দেখবো এখন পরিস্থিতি শান্ত আছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান