বন্দর মুছাপুরে ভূমিদস্যু কাদির ডিলারের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

- আপডেটঃ ০৯:২২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / 184

গত বৃহস্পতিবার ৭ই মার্চ নারায়ণগঞ্জ বন্দর থানার মুছাপুর ইউনিয়নের পিছকান্তাল এলাকার মৎস্য চাষি মনির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা করে ভূমিদস্যু কাদির ডিলার।
বৃহস্পতিবার আনুমানিক রাত ৯ ঘটিকার সময় মাছ চাষি মনির হোসেনের বাড়িতে কাদির ডিলারের উপস্থিতিতে হামলা চালায় তার ৩ ছেলে মনির, আলিনূর, মিলন এবং দেন্দার ছেলে আল আমিন সহ আরও অনেকে। আহত মৎস্য চাষি মনির, তার দুই ছেলে আল আমিন, মোঃ শহীদ এবং বাড়ীর মহিলারাও ভূমিদস্যু কাদির ডিলারের সংঘবদ্ধ হামলার শিকার হয়।
আহত মৎস্য চাষি মনির বলেন, অতর্কিত হামলার সময় এলাকা বাসীর সহায়তা চাইলে, হামলাকারীর ভয়ে কেউ এগিয়ে আসেনি।তিনি আরও বলেন, কাদির ডিলার দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক হিন্দুদের নন্দিবাড়ী দখল করে নিজের নামে লিখে নেয়।একইভাবে আমার ৩০ শতাংশ পুকুরের দিকে নজর পরে। এবং আমার দাদার আমলের সম্পত্তি জোর দখল করে নেওয়ার পায়তারা করছে।এমতাবস্থায় আমি এবং আমার পরিবার ভূমিদস্যু কাদিরের ভয়ে আতংকে জীবন যাপন করছি।