চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার

বরখাস্ত হলেন বাউফলের সেই কিশোরী বিবাহ করা চেয়ারম্যান


সংবাদদাতা বাউফলঃ

২৮ জুন, সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে মোসা: নসিমন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।


শেয়ার করুন

২ thoughts on “বরখাস্ত হলেন বাউফলের সেই কিশোরী বিবাহ করা চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান