মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃমহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর বক্তব্য দেয়ার প্রতিবাদে আজ রবিবার সকাল ১০টায় নওমালা নগরেরহাট
যুব সমাজ ও ধর্ম প্রান মুসলমানরা বিক্ষোভ মিছিল বের করেছে । নগরেরহাট যুব
কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নওমালা ইউপির
বিভিন্ন পেশার কয়েকশ মুসল্লী অংশ নেয়। মিছিলটি নগরেরহাট বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে গ্রামীন ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুফতি আমিরুল ইসলাম,হাফেজ মাওঃ মোঃ আল আমিন, সাইদুর রহমান সাগর, হাফেজ মানরুল
ইসলাম, ইব্রাহীব মৃধা,সরদার আক্তার হোসেন,মোঃ হাসান মাহমুদ হাওলাদার, মাওঃ মোঃ ইসমাইল রাড়ী,
প্রমূখ।
বক্তরা মহানবী (সাঃ)কে নিয়ে ভারতীয় ক্ষমতাসীন দলের নেত্রী নূপূর শর্মা অবমাননাকর
বক্তব্য দেয়ায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।