বাউফলের নওমালা ইউপির স্বতন্ত্র প্রার্থী শাহজাদার কর্মীকে হত্যাচেষ্টায় গুলি

সংবাদদাতা বাউফল -;পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি পরিষদের আসন্ন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: শাহজাদা হাওলাদারের এক কর্মীকে হত্যাচেষ্টায় ইটপাটকেল নিক্ষেপসহ গুলি করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজে লাগোয়া গাজী বাড়ির সামনে এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার সময় শাহজাদা হাওলাদারের দুই কর্মী সজিব এবং শাকিব দোকেন চা পান করছিলেন। ওইসময়ে অতর্কিতভাবে সজিব এবং শাকিবকে লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের অস্ত্রধারী ক্যাডার বাহিনী ইটপাটকেল নিক্ষেপসহ গুলি করে। এতে ওই সজিব (২৩) নামের এক যুবক গুরুতর আহত হন।
শাহজাদা হাওলাদারের সমর্থকরা বলেন, সন্ধ্যার পর থেকেই অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয় কামাল বিশ্বাসের অস্ত্রধারী বাহিনী। প্রতিপক্ষ কাউকে কাছে পেলেই খুন-জখমের অপচেষ্টা লিপ্ত থাকে তারা।

চেয়ারম্যান প্রার্থী শাহাজাদা হাওলাদার বলেছেন, আমার কর্মীকে হত্যাচেষ্টায় গুলি করেছে। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত শাকিব হোসেন জানান, শাহাবুদ্দিন আকনের নেতৃত্বে ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী ছড়রা গুলি করে। এতে সজিব গুলিবিদ্ধ হন।

বাউফল হাসপাতালের ডাঃ তাসিফুল ইসলাম বলেন, ভিতরে কিছু একটা ঢুকে আছে। ওই যুবককে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওখানে সার্জারিক্যাল করার পরে বলা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান