বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে মাহিন্দ্রা ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিল্পী বেগমের (৩৮) মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২০ মার্চ) রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সামনে, কাছিপাড়া চৌমুহনী বাজার সড়কে, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এবং পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আনারকলি মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং কাছিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে বক্তব্য দেন কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আনার কলি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম( হারুন), পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সুপারেন্টে আ,খ,ম শহিদুল ইসলাম,কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.বাবুল আক্তার,কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্ত,কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোরহাব হোসেন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার,মেধাবী ছাত্র নেতা রাহাত হাসান,কাছিপাড়া বাজারের টেলিকম ব্যাবসায়ী রাজিব সহ প্রমূখ ব্যাক্তিবর্গ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে গাড়ি চালাতে না দেওয়া,বেপরোয়া গাড়ি চলাচল বন্ধ করা, মাদকসেবীদের হাতে গাড়ি চালানোর দায়িত্ব না দেয়া এবং অবৈধ যান্ত্রিক (ট্রলি) মাহিন্দ্র গাড়ি রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্তা চালানোসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন এবং সরকারের সংশ্লিষ্ট উর্ধধতন কর্মকর্তাদের কাছে এরূপ দাবি বাস্তবায়নে জোর দাবি জানান।

উল্লেখ্য, গক শুক্রবার সকাল ৯ঃ৪০ মিনিটের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া -বাহেরচর মেইন সড়কের মধ্যস্থানে সামসুল হক মেম্বার এর বাড়ির সামনে অটোরিকশা ও মাহিন্দ্রা মুখোমুখি সংর্ঘষ ঘটলে রিকশা থেকে ছিটকে পরে ঘটনা স্থলেই মারা যায় শিল্পী বেগম নামের ওই গৃহ বধূ।এছাড়াও গেল ২১ জানুয়ারি ২০২২ তারিখ কাছিপাড়া চৌমুহনী বাজারের মাঝখানে ঘাতক ট্রলির ধাক্কায় পৃষ্ঠ হয়ে শাহাজাহান হাওলাদার নামে এক কৃষক ঘটনাস্থলেই মারা যান এবং ২০২০ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখ কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম মোটরসাইকেল – ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান