বাউফলে আওয়ামী লীগ নেতার ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আবদুল খালেক বিশ্বাস,র ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল ২০২৩) নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রয়াত এর ছেলে বরগুনা জেলা দায়রা জজ আনিসুর রহমান, প্রয়াত এর ছেলে সাবেক উইং কমান্ডার মশিউর রহমান লাবলু, প্রয়াত এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সভাপতি মামুন খান, নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সবুজ খান, সহ-সভাপতি নাসির উদ্দিন মৃধা, আওয়ামী লীগের নেতা আবুল হোসেন সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল কবির নিশাত, নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম খান, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়, মোঃ মনজুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন খান, নওমালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল কাদের উকিল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নুরুল হক ফকির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় প্রয়াত চেয়ারম্যানের ও আওয়ামী লীগের নেতার স্মৃতিচারণ করেন।
দোয়া পরিচালনা করেন পশ্চিম নওমালা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মোসারফ হোসেন ।
এসময় নওমালা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।