মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭এপ্রিল বুধবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর,র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা হাওলাদার, বাউফল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জালাল আকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরাবিন্দ দাস , পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম টুটুল, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিংকন মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।