মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালী বাউফলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় এ এল আর ডি আয়োজনে বাউফল উপজেলা প্রশাসনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন।
সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, স্পিড ট্রাস্ট পরিচালক শামসুল আলম দিপু , কৃষি সম্প্রসারন অফিসার কামরুল হাসান, বাউফল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম , সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ডিউক , সাংবাদিক আরেফিন সহিদ, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক কোহিনুর আক্তার, সাংবাদিক শফিকুল ইসলাম সহ আরো অনেকে । আয়োজিত সভায় গ্রামীণ নারীদের উপস্থিতিতে কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে বিশাদভাবে আলোচনা করা হয়।