বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালন

- আপডেটঃ ০৬:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / 490

স্টাফ রিপোর্টার,মাহমুদ হাসান বাউফলঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি পালন উপলক্ষে ৮ মার্চ ২০২৪ শুক্রবার বিকাল ৪টায় দলীয় কার্যালয় জনতা ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে জনতা ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চীফহুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বাউফল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনা করেন রিয়াজুল জান্নাহ মেধা।
আলোচনা সভায় প্রধান অতিথি আ স ম ফিরোজ এমপি নারী জাগরনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়াসী প্রশংসা করেন এবং নারী জাগরণের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।