মোঃ শফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৮ই মার্চ বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার আল-আমিন’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, ডাঃ তানজিলা ইসলাম, সমাজ সেবা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।