বাউফলে আ’লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল
- আপডেটঃ ০৮:১৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / 975
বাউফলে আ’লীগের শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল
মাহামুদ হাসান বাউফলঃবিএনপি’র সন্ত্রাস, নৈরাজ্য,অবৈধ হরতাল, পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বর থেকে প্রতিবাদ মিছিল শুরু করা হয়, মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে শেষ করা হয়, মিছিল শেষে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন,
পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত খান ছানা, পৌর যুবলীগের সভাপতি মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার, দাসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মোহন প্রমূখ।
উক্ত শান্তি সমাবেশে বাউফলের ১৫ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে থেকে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।