বাউফল প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলার বিশিষ্ট সমাজ সেবক এ এফ এম ফজলে রাব্বি ফারুক ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার সন্ধায় ইন্তেকাল করেন। (ইন্না ইলাহে—–রাজেউন)। মৃত্যু কালে তিনি এক দুই ছেলে ও দুই মেয়ে রখে গেছেন। ফজলে রাব্বি ফারুক সাবেক চিফ হুইপ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপির বড় ভাই। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮২ বছর। গতকাল রোববার বিকাল ৫টায় উপজেলার পূর্বকালাইয়া হাসান সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। এ ছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
