বাউফলে এশিয়ান টিভি চ্যানেলের প্রচারিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোঃ শফিকুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালী বাউফলে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায়

বাউফল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বাউফল প্রেসক্লাবে এ সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আ:
মোতালেব হাওলাদার।
সংবাদ সম্মেলনে দাবী করা হয়, বেসরকারী টেলিভিশন এশিয়ান টিভিকে
মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রচার করানো হয়েছে।
আল আমীন হিসাবে খ্যাত ব্যক্তি (উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান
মোসারেফ হোসেন খান) ক্ষমতায় থেকে অর্থ লোপাট ও ঘুস বানিজ্যের
প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করায়
বাউফল উপজেলা আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় ব্যক্তি ক্ষিপ্ত হয়ে এ সংবাদ
করিয়েছে। আমি মোতালেব হাওলাদার কারও সম্পত্তি জোড় করে দখল
সন্ত্রাস চাঁদাবাজি বা কোন ব্যক্তিকে খুন বা খুনের মদদ দেইনি। ওই
বানোয়াট সংবাদে যাদের জমি দখল করা হয়েছে উল্লেখ করা হয়েছে
আজকের এই সংবাদ সম্মেলনে তাদের পরিবারের অভিভাবক চাবুয়া
গ্রামের মোসলেম উদ্দিন মৃধাও এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ
আওয়ামীলীগ ক্ষমতার বাহিরে এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি
জামাতজোট সরকার ও জাতীয় পার্টির হরতালের জ্বালাও পোড়াও এর
প্রতিবাদ করেছি বিধায় সমাজ বিরোধী ব্যক্তিদ্বয় আমাকে সন্ত্রাস
হিসাবে আখ্যায়ীত করতে চায়। আয়োজিত অনুষ্ঠানে উপজেলা
আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার, অর্থবিষয়ক সম্পাদক ও
ইউপি চেয়ারম্যান এন. এম জাহাঙ্গীর আলম সহ উপজেলা আওয়ামীলীগ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান