মোঃশফিকুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে পুলিশের অভিযানে দুই ব্যক্তি আটক হয়েছে। এসময় তাদের তল্লাশি চালিয়ে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের বালিকা বিদ্যালয়ের পকেট গেটের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত মোঃ সবুজ সিকদার (৩৩) উপজেলার নাজিরপুর ইউনিয়নের রায় তাতেরকাঠী গ্রামের জামাল সিকদারের ছেলে ও মো. নাজমুল গাজী (৩০) সূর্যমনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুলতান গাজীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী ২০২৩) বাউফল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সবুজ সিকদার ও তার সহযোগী নাজমুলকে আটক করে, তাদের তল্লাশি চালিয়ে করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ হাজার টাকা। এছাড়াও ব্যবহৃত দুইটি মুঠোফোন জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আজ বুধবার পটুয়াখালী কোর্টে পাঠানো হয়েছে।