মাহমুদ হাসান রুবেল বাউফল।পটুয়াখালীর বাউফলে আমেনা খাতুন (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের রাকিব হোসেনের সঙ্গে তার স্ত্রী আমেনা খাতুনের ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা আমেনা খাতুনকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শাহজালাল বলেন, শুনেছি স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আমেনা গ্যাস ট্যাবলেট খেয়েছেন। এ বিষয়ে জানার জন্য আমেনা খাতুনের স্বামী রাকিব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আমেনা আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।