বাউফলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন
![](https://banglarshironam.com/wp-content/uploads/2023/06/Favicon-1.jpg)
- আপডেটঃ ০৮:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / 405
![](https://banglarshironam.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মাহামুদ হাসান বাউফলঃনাগরিক অধিকার সুরক্ষনে এবং ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।( ৬অক্টোবর) শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, আদাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম হাওলাদার, মদন পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ মনির মোল্লা, কাউন্সিলর ফরহাদ হোসেন, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল,মাই টিভির বাউফল প্রতিনিধি ওহিদুজ্জামান ডিউক প্রমূখ।
আলোচনা সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া,এশিয়ান টিভির বাউফল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন আকন, প্রেসক্লাব বাউফলের সহ-সভাপতি এম জাফরান হারুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব,,বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী,পরিদর্শক,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী,ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।