বাউফলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে।

বাউফলে এবারের জাতীয় পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন স্মার্ট বাংলাদেশ গঠন , টেকসই উন্নয়নের উপাদান।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা কার্যালয় প্রাঙ্গনে দিবসটির উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে জাতীয় পরিসংখ্যান দিবস উদ্বোধন কালে বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত।
যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্য রাখেন
অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ।
পরিসংখ্যান ও উপজেলা প্রশাসন নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
র‌্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী সদস্যসহ পরিসংখ্যান ব্যুরোর , উপজেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার মোঃ নুর নবি, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ মহিলা কলেজ এর অধ্যক্ষ আবু জাফর, সহকারী অধ্যক্ষ সোহরাব হোসেন, বাউফল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আরেফিন সহিদ, জিতেন্দ্র নাথ রায়, প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম সমাজসেবা অফিসার মনিরুজ্জামান, জিএম ফোরকান, প্রেসক্লাব বাউফল এর সহসভাপতি ফিরোজ আলম, সহসভাপতি এম জাফরান হারুন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান