বাউফলে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন
- আপডেটঃ ১২:১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / 350
বাউফলে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন
মাহমুদ হাসান বাউফল ।’স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য যুব র্যালী, শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর ) সকালে বাউফল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশির গাজীর সভাপতিত্বে,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খানের তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া , উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমূখ। অনুষ্ঠান শেষে হাঁস ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়, এছাড়াও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।