মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা হল রুমে আভাস এর আয়োজনে এবং ইউএন ওমেন এর অর্থায়নে খ্রিস্টান এইড এর কারিগরি ভূমিকায় বাংলাদেশে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ উপজেলা হল রুমে ২৩শে মে ২০২২ সোমবার বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেন্ডার সংবেদনশীল বাজেট ১৪ টি মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন আভাস সিজিবিভি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর খাদিজা বেগম । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন । উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন, নিজেদের অধিকার আদায়ের লক্ষে নিজেদেরকে সচেতন হতে হবে। সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, সকল চেয়ারম্যান দের বাজেট করার সময় ১৪ টি মানদন্দ মাথায় রেখে বাজেট করতে হবে।
তাই আপনাদের নিজেদের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করতে হবে।
এসম আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) বায়েজিদ ইসলাম , বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, থানার ওসি আল-মামুন, , মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব গন উপস্থিত ছিলেন।