জেলা প্রতিনিধি,সায়েম মুন্সী , পটুয়াখালী বাউফলের কুখ্যাত ডাকাত দলের সর্দার মোহাম্মদ ইসমাইল গাজী অস্ত্র সহ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (২১ নভেম্বর ) ভোর ০৬ টার দিকে বাউফল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ আহমেদ চৌধুরির প্রযুক্তিগত সহায়তা এবং বাউফল থানার ওসি মোহাম্মদ আল মামুন এর দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ নাসির উদ্দিন, এসআই মোয়াজ্জেম হোসেন, এএসআই আবুল বাশার, এএসআই মিজান, এএসআই আবুয়াল, এএসআই মহিউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার মোহাম্মদ ইসমাইল গাজী (৫০), পিতা-মৃত ছায়েদ আলী গাজী, গ্রাম-কেশবপুর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালীকে তার নিজ বাসভবন হতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ০৪ (চার) রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।
এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আল-মামুন প্রতিবেদককে বলেন, ডাকাত ইসমাইল গাজীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং এব্যাপারে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।