মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের দাশপাড়া এলাকা থেকে তিনটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার
করা হয়েছে। আজ ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার ভোরে ইসমাইল প্যাদার ছেলে মোঃ রুবেল ওই বাচ্চা
তিনটি উদ্ধার করেন।
জানা গেছে, বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের নান্নু মিয়ার বাসায় ভাড়া
থাকেন দাশপাড়া গ্রামের ইসমাইল প্যাদার ছেলে রুবেল। বৃহস্পতিবার বিকালে
তিনি বাবা-মায়ের সাথে দেখা করার জন্য গ্রামের বাড়ী যান। গতকাল (শুক্রবার) ভোরে
গোয়াল ঘর থেকে গবাদি পশু বের করার সময়ে ঘরের এক কোনে তিনটি মেছো
বাঘের বাচ্চা দেখতে পান। পরে বাচ্চা তিনটি উদ্ধার করে উপজেলা বন বিভাগের
কর্মকর্তার কাছে নিয়ে যান। উপজেলা বনবিভাগ কর্মকর্তা আবুল কালাম আজাদ
বলেন, যেহেতু বাচ্চাগুলো তাদের মায়ের কাছে ভাল থাকবে সে জন্য বাচ্চা তিনটি
মায়ের কাছে ফেরত দেয়ার উদ্দ্যেশে আজ (শুক্রবার) রাতে প্রাপ্ত জায়গায় বাচ্চাগুলো
রাখা হবে। এরপর মায়ের কাছে ফিরে না গেলে পটুয়াখালী বন বিভাগ অফিসে
হস্তান্তর করা হবে।
