সংবাদদাতা বাউফলঃ পটুয়াখালীর বাউফলে অদ্য ৩০/১১/২০২২ রোজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উদযাপিত হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত ডিজিটাল মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ।আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী সাংসদ আ স ম ফিরোজের সহধর্মিণী দেলোয়ারা সুলতানা ফিরোজ,উপজেলা ভাইস- চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলোম মিয়া,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ,প্রেসক্লাব বাউফল সাধারণ সম্পাদক,মাহমুদ হাসান রুবেল প্রমুখ।