মোঃনুরুজ্জামান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে পুলিশ চেকপোস্টে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১সেপ্টম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা বগা ইয়াকুব শরীফ ডিগ্রি সামনে পুলিশি তল্লাসির সময় ওই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. হাসিব সরদার (১৮)। তিনি উপজেলার বাউফল সদর ইউনিয়নের জৌতা গ্রামের দেরাজ সরদারের ছেলে। আটক আসিফসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল।
থানা সূত্র জানায়, বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের সামনে বগা পুলিশ ফাঁড়ির নিয়মিত চেকপোস্ট বসানো হয়। রাত আড়াটার দিকে আসিফ নামের ওই মাদক কারবারি সন্দেহজনক ভাবে চেকপোস্টে অতিক্রম করার চেষ্টা করলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার তদন্ত ওসি মো. মিজানুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।