বাউফলে নানা আয়োজনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৪:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৪৫২ বার পড়া হয়েছে
মাহামুদ হাসান বাউফল :বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামসুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াললী বক্তব্য দেন পটুয়াখালী দুই বাউফল আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ ।তিনি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু দিয়েছেন বাংলাদেশ আর বাংলাদেশকে সাজিয়েছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
অন্যন্যের মধ্যে বক্তব্য দেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান , জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ , উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন খান, সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়।