নিজস্ব প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ সেই গৃহবধূ মোসা: ফেরদৌসী বেগম (৩০) এর মৃত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর ) সন্ধ্যার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ফয়জর আলী মৃধা বাড়ির পূর্ব পাশে খালের পাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূ ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা জাকির মৃধা (৩৭) এর স্ত্রী।
এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন জানান, নিখোঁজ সেই গৃহবধূ ফেরদৌসী বেগমের মৃত লাশ উদ্ধার করা হয়েছে। আমরা স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজ গৃহবধূ পরে খালের পাড়ে লাশ এটা কি কোনও রহস্য থাকতে পারে প্রশ্নের জবাবে ওসি বলেন, এব্যাপারে তদন্ত চলছে।
উল্লেখ্য: গত শুক্রবার (২৯ অক্টোবর) সকালে (স্বামীর বাড়ি) থেকে ডাক্তার দেখানোর জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা দেন মোসা: ফেরদৌসী বেগম। এরপর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তার পরিবারের লোকজন নিকটতম আত্তীয়সহ আসেপাশের বিভিন্ন উপজেলায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি তার। নিখোঁজ ফেরদৌসী’র চারটি ছোট সন্তান রয়েছে। এর ভিতরে একটা সন্তান দুধের শিশু।