বাউফলে নিখোঁজ হৃদয়ের গলিত লাশ উদ্ধার। খুনী গ্রেফতার
- আপডেটঃ ০৩:১৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / 1527
মাহামুদ হাসান বাউফলঃঅনেক উৎকণ্ঠা ও রহস্যের জালের আবরণ ছিন্ন করে পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৭ দিন পর শিক্ষার্থী হৃদয় কবিরাজের (২৪) গলিত লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।বাউফল সদর ইউনিয়নের দাশপাড়া ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খাল থেকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশের হাতে আটক জাফর খান (২৫) নামে এক যুবকের স্বীকারোক্তি অনুযায়ি বাউফল থানার পুলিশ হৃদয়ের লাশ ও মটর সাইকেল উদ্ধার করে।
যানা গেছে, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে হৃদয় কবিরাজকে হত্যা করা হয় বলে ঘাতক জাফর জানায়। জাফর উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া ৩ নং ওয়ার্ডের হাসেম খানের ছেলে। নিহত হৃদয় বাউফল সার্ভে ইনিস্টিউটের ৮ম সেমিস্টারের ছাত্র ছিল। হৃদয়ের বাবার নাম হরেন্দ কবিরাজ,মাতার নাম নমিতা রানী। দাশপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার বাড়ি।
হৃদয় কবিরাজ গত ১১ জুলাই রাতে নিঁখোজ হন। বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, আটককৃত জাফরের স্বীকারোক্তি অনুযায়ি বাউফল ও দাশপাড়া সীমান্তবর্তী খাল থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে হৃদয়ের লাশ সনাক্ত করা হয়। লাশ পঁচে ও গলে যাওয়ায় শুক্র বার দিনের বেলা উদ্ধার করা হয়।