বাউফলে নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক কর্মসূচি

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে ‘নিরাপদ খাদ্য বিষয়ক’ জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পটুয়াখালী জেলা কার্যালয়ের আয়োজনে আজ ২৩ নভেম্বর ২০২২ বুধবার বাউফল উপজেলার সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ এখন সয়ংসম্পূর্ন। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা যে যার মত জায়গা থেকে সচেতন থাকলে খাদ্য নিরাপদ রাখা সম্ভব। নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান ।
মুল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য দেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ আবু রায়হান পটুয়াখালী । নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামুলক নানা দিক তুলে ধরে তিনি বলেন, খাদ্যের সাথে সংশ্লিষ্ট তৃণমুল পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছি যা এখনও চলমান রয়েছে। এবার আমরা জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ সচেতনতামুলক আলোচনা করছি। নিরাপদ খাদ্য নিশ্চিতে পর্যায়ক্রমে তৃণমুল পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার কমল গোপাল দে , প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন আদাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মনজুরুল আলম হাওলাদার, ধুলিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির দেওয়ান, মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কাছিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চন্দ্রদীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাছ মোল্লা , বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম , পৌর প্যানেল মেয়র আবদুল লতিফ খান বাবুল সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান,পৌরসভার কাউন্সিলর সহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান