বাউফলে পরীক্ষা দিতে জীবন নাশের আশঙ্কায়,পুলিশ নিরাপত্তা দিতে অপারগতা

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে পরীক্ষা দিতে যাওয়া-আসার পথে জীবন নাশের আশঙ্কায় নিরাপত্তার জন্য পুলিশের কাছে লিখিতভাবে আবেদন করলে পুলিশ নিরাপত্তা দিতে অপারগত প্রকাশ করায় শনিবার (১৩ নভেম্বর) দুই শিক্ষার্থী স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল সরকারি কলেজের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের দুই পরীক্ষার্থীর ক্ষেত্রে।

ওই দুই পরীক্ষার্থীর নাম শাহরিয়ার অনির্বাণ রুদ্র ও মো. সোহেল খান। তাঁদের পরীক্ষার উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ কেন্দ্র।

এ বিষয়ে গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন।

৫ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিতে ওই শিক্ষার্থী অনেক আবেগঘন কথা বলেছেন। রাজনৈতিকভাবে তাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শাহরিয়ার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সোহেল একই কমিটির সদস্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান