বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলে অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্যের পৈত্রিক জমি জবর দখল ও প্রাণনাশের হুমিক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নে সুলতাবাদ গ্রামের মোঃ ফুল শরীফ (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করেন পুলিশ (অব:) সদস্য মোঃ আলতাফ হোসেন (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়, নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের ২১৭ নম্বর খতিয়ান ও ১৯৩ নম্বর দাগে ১৮শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক মৃত মোঃ আসমত আলী। তাঁর সন্তানেরা ওই জমি ভোগদখল করে আসছে।
২০১৯ সালে একই গ্রামের মৃত লাল শরীফের ছেলে মোঃ ফুল শরীফ ২১৭ নম্বর খতিয়ানের প্রায় ২০টি দাগে ১২শতাংশ জমি ক্রয় করে। বিভিন্ন দাগে জমি দখল না নিয়ে আলতাফ হোসেন গংদের দখলীয় জমিতে জোর জবর করে ঘর নির্মাণ করছে। ঘর নির্মাণে বাঁধা দিলে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমিক দেয় ফুল শরীফ।
এঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলেও ফুল শরীফ গায়ের জোরে ঘর নির্মাণ অব্যাহত রাখে।অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আলতাফ হোসেন বলেন,‘ বিরোধপূর্ণ জমি নিয়ে সালিস বৈঠক চলছে। বিরোধ নিষ্পত্তি না হওয়া সত্বেও গায়ের জোরে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ঘর নির্মাণ করছে ফুল শরীফ। নির্মাণ কাজে বাঁধা দিতে গেলে আমাদের প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযোগ অস্বীকার করে মোঃ ফুল শরীফ বলেন,‘ আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করছি।
এবিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল মামুন বলেন,‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।