বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলা গুরুতর জখম ১

এম.সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টার:পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে পরিকল্পিত ভাবে জাকির হাওলাদার (৪৫) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আসাদুল ফকির (২০),রুহুল আমিন ফকির (২৫),জালাল ফকির (৬০) ও মিনার বেগম (৫৫) এর বিরুদ্ধে। গেল (২রা মার্চ) বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।পরে ঘটনাস্থল থেকে জাকির হাওলাদারকে স্বজনরা গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ হামলার ঘটনায় ভুক্তভোগীরা পটুয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে ১৪৩ /৪৪৭/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬(!!) দঃবিঃ ধারায় মামলা রুজু করে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,’ অভিযুক্ত আসাদুল ফকির এলাকায় একজন সন্ত্রাসী ও জুলুম প্রকৃতির লোক।মাদক সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথেও তিনি জড়িত।এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলে, রয়েছে অদৃশ্য শক্তিশালী মাদকের সিন্ডিকেট। যাদের ভয়ে এলাকাবাসী সহজেই কোন বিষয় মুখ খুলতে সাহস পায় না।

সূত্রে আরো যানা যায়,ঘটনার দিন (২রা মার্চ) বৃহস্পতিবার ভুক্তভোগী জাকির হাওলাদার এর পিতার লাগানো তালগাছ কাটতে আসে আসাদুল ফকির ও তার সাঙ্গপাঙ্গরা। তখন জাকির বাঁধা দিলে তাকে পরিকল্পনা ভাবে হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত আসাদুল ফকির জাকিরের মাথা লক্ষ করে গাছ কাটা ধারালো দা দিয়ে মাথায় কোপ দিলে লক্ষভ্রষ্ট হয়ে কানে কোপ পড়লে কান কেটে রক্তাক্ত জখম হয় এবং অনান্য আসামিরা লোহার সাবল, লাঠিসোটা দিয়ে জাকিরকে এলোপাতাড়ি দ পিটাতে থাকলে তাঁর আর্ত চিৎকার শুনে স্ত্রী সালমা বেগম ও তার মেয়ে লিয়া মনি বাঁচানোর জন্য ছুটে যায়।অভিযুক্তরা এতোই বেপরোয়া যে জাকির’র স্ত্রী সালমা বেগম ও তার মেয়েকে টেনে হিচরে ও কিল-ঘুষি মেরে শ্লীলতা হানির ঘটনা ঘটায়।এমনকি,ঘটনাস্থল থেকে সালমা ও তার মেয়ের স্বর্নালংকার অভিযুক্তরা জোর করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।পরবর্তীতে ভুক্তভোগী জাকির হাওলাদার এর স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

স্থানীয়দের কাছ থেকে যানা যায়, অভিযুক্ত আসাদুলের নেতৃত্বে গত ৪ মার্চ ২০২৩ সন্ধ্যায় পুনঃরায় ২০-৩০ জনের একটি গ্রুপ নিয়ে উদ্দেশ্যপ্রণিত ভাবে জাকিরের বাড়ির দিকে যায় এবং এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে তাদের তারিয়ে দেয়। জাকির হাওলাদারকে হসপিটাল থেকে রিলিজ দিলে গত ৫ মার্চ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটের দিকে বাড়ি আসলে তার (জাকিরের) বাবা আঃ রাজ্জাক হাওলাদার ছেলেকে ঐ অবস্থায় দেখে সয্য করতে না পেরে ওই দিনই সন্ধ্যা ৭:৪৫ মিনিটের দিকে মৃত্যুবরন করে।এরূপ মৃত্যুের ঘটনায় এলাকায় সাধারন মানুষের মধ্যে বিরূপ মন্তব্য সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান