বাউফল প্রতিনিধি,পটুয়াখালীর বাউফল কাশীপুরের জব্বার মীরের পৈত্রিক জমি দখল করে ফজলু মীর জোড়পূর্বক চারা রোপন করেন। জব্বার মীর বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটে আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাশীপুর মীরা বাড়িতে। জব্বার মীর ও ফজলু মীর তাদের দুজনের মধ্যে দীর্ঘ এক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মিমাংশা ও হয়েছে।
গত ৭ইং নভেম্বর বিকাল ৪ঘটিকায় ফজলু মীর জোড় পূর্বক জব্বার মীরের পৈত্রিক জমির চারা উপড়াইয়া ফেলে। জব্বার মীর বাধা দেয়াতে ফজলু মীর (৫৮), জলিল মীর (৩৫),আনিচ মীর (৩০), রিয়াজ মীর (৪০), আশরাফ মীর (৪৫), খলিল মীর (৩০), রাকিব মীর (২৫), সহ ১০/১২ জন উত্তেজিত হয়ে রেজাউল করিম মীর কে,মারধর করে রেজাউলের বাবা জব্বার মীর ডাক চিৎকার শুনে ইব্রাহীম মীর (৩২), ফারুক মীর (৩০), মিজান (৩৫)রফিক(৩৮) রব মীর(৫৫) ছুটে আসলে তাদেরকে ও মারধর করে এবং ধারাল দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয় ৩নং ওয়ার্ডের মেম্বর মোঃ মজিবর হাওলাদার সংবাদ মাধ্যমকে জানান ঘটনা সত্য আমি সব শুনেছি, আমি হাসপাতালে গিয়েছিলাম উভয় পক্ষকে মামলা করতে নিষেধ করেছি
ওসি আল মামুন বলেন এ ঘটনায় মামলা হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।