বাউফলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরাপড়ে সেনা সদস্য এনামুল

সংবাদদাতা বাউফলঃবাউফলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে মোঃ এনামুল হক নামে এক সেনা সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়র। পরে তাঁকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। বাউফল ইউনিয়নের পশ্চিম বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই প্রবাসীর মা মোসাঃ মাজেদা বেগম। বাউফল থানার সাধারন ডায়রি নম্বর-১১৫১,তাং ২৪/০৯/২১।

ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমার ছেলে ফোরকান গাজী (৩৫) দীর্ঘ ৮/১০ বছর পর্যন্ত মালয়শিয়া থাকেন। বাড়ীতে আমি ও আমার পুত্রবধূ আখি আক্তার এবং নাতী ইভানকে (৭) নিয়ে উপজেলার পশ্চিম বিলবিলাস গ্রামে বসবাস করি । আমার ছেলে বিদেশে থাকার সুবাধে আমার পুত্রবধূ আখি আক্তার ও একই উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে দুই সন্তানের জনক মোঃ এনামুল হকের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। দুই বছর যাবত চলে তাঁদের এ সম্পর্ক। এনামুল যশোর সেনানিবাসের ১০ ইষ্ট বেঙ্গলের একজন সেনা সদস্য । গত বৃহস্পতিবার রাতে ওই সেনা সদস্য আমার বাড়ীতে আসে। তখন আমি বাড়ীতে ছিলাম না। বিষয়টি বাড়ীর লোকজন টের পেলে এনামুল দৌড়ে পালানোর চেষ্ট করলে স্থানীয়রা তাঁকে আটক করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আল মামুন বলেন, সেনা সদস্য এনামুলকে সেনাবাহীনির কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহীনি তাঁদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। এ ঘটনায় থানায় যে সাধারন ডায়েরি করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত জানান