বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন আ স ম ফিরোজ
- আপডেট সময় : ০৩:৫০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
মাহামুদ হাসান বাউফলঃপটুয়াখালীর বাউফলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪অনুষ্ঠিত হয়েছে। প্রাণী সম্পদে ভরবো দেশ,গরবো র্স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা চত্বরে এ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে প্রদর্শনী সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ড,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পার্থ সারথী, মান বিন্দ শীল,এলইও,এলডিডিপি প্রকল্প, ধীমান কবিরাজ, এল এফ এ, এলডিডিপি প্রকল্প, কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন সিকদার জামাল , সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল বিশ্বাস, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল প্রমূখ । স্বাগত বক্তব্য রাখেন ,প্রাণিসম্পদ অফিসার পার্থ সারথী।
দিন ব্যাপী এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে এলাকার খামারীরা তাদের খামারে ব্যবহৃত ডিজিটাল যন্ত্রপাতি ও উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন।