মাহমুদ হাসান রুবেল,বাউফলঃপটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বাউফল পাবলিক মাঠে প্রায় ৩০ টি প্রদর্শনী ক্যাম্পে প্রান্তিক খামারিরা বিভিন্ন প্রজাতির উন্নত মানের পশু পাখি প্রদর্শন করেন।
এসময়ে প্রধান অতিথি ছিলেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ এমপি। তিনি তার বক্তব্যে বলেন পুষ্টি ও মেধা বিকাশে মানসম্মত ভাবে পশু পাখি পালন করতে হবে,উন্নত খামার ব্যাবস্হাপনার মাধ্যমে দরিদ্র বিমোচন করতে হবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নিশু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ,
প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল,প্রাণী সম্পদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে খামারিদের পক্ষে বক্তব্য রাখেন বাউফল প্রানীসম্পদ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাবীব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ সারথী দত্ত।